
এমডি. আজিজুর রহমান, বরুড়া: কুমিল্লার বরুড়ায় নতুুন করে বরুড়া থানা পুলিশের এসআই বিকাশ চন্দ্র ঘোষ করোনা আক্রান্তের ঘটনায় আরো ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এ নমুনা সংগ্রহ করা হয়।
জানা গেছে, বরুড়া থানা পুলিশের এসআই বিকাশ চন্দ্র ঘোষ করোনা আকান্তের ঘটনায় স্ত্রীসহ পরিবারের তিনজন ও ডকটরস কমিউনিটি হসপিটালের পাঁচজন স্টাফের নমুনা সংগ্রহ করা হয়।
গত ৭দিন পূর্বে এসআই বিকাশ তার স্ত্রীকে ডকটরস কমিউনিটি হসপিটালের চেম্বারে ডা. নিশাত সুলতানাকে দেখান। এসময় তাদের সংস্পর্শে আসা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্তত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়াও তিনজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রুগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দেওয়া ১২ জনই হোম কোয়ারান্টাইনে রয়েছে।