
ছামিউল ইসলাম আরিফ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অনুষ্ঠান “দিসৗম সহরায়” উৎসব।
বুধবার বিকেল অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রাম প্রধান মানতান শ্রীজল হাঁসদা ও মানতান বিনাস হাঁসদা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুঁজা আর্চোনার মধ্যদিয়ে শুরু হয় সহরায় অনুষ্ঠানের কার্যক্রম। তীরধনু প্রতিযোগিতা ও নিজস্ব সংস্কৃতির নিত্য পরিবেশন করে আদিবাসী সাঁওতাল নারীরা।
পরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে খটখটিয়া কৃষ্ণপুর সরকারী প্রাইমারি স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৬আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।